পানামা কাণ্ড: ৬ ঘণ্টার জেরায় যেসব প্রশ্নের মুখে ঐশ্বরিয়া
দিল্লির লোকনায়ক ভবনে ইডির অফিসে সোমবার (২০ ডিসেম্বর) হাজির হন নায়িকা ঐশ্বরিয়া রায় বচ্চন। দীর্ঘ ছয় ঘণ্টা জেরা করা হয় তাকে। ইডি দপ্তর থেকে বের হওয়ার পরেই ঐশ্বরিয়াকে ঘিরে ধরে সংবাদমাধ্যম।
এ সময় দেহরক্ষীদের একটা বিরাট দলও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। অপেক্ষারত সাংবাদিকরা ওই ঠেলাঠেলির মাঝেই পানামা নথি বিতর্ক নিয়ে হাজারো প্রশ্ন ছুঁড়ে দেন। যদিও মুখ খোলেননি বচ্চন বধূ।
জানা গেছে, ভেতরে বেশকিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নায়িকাকে। এরমধ্যে তিনি কীভাবে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়েছিলেন সেটি জানতে চাওয়া হয়। পাশাপাশি তার বাবা-মা কীভাবে যুক্ত এবং ২০০৫ সালের জুন মাসে কেন শেয়ারহোল্ডার হয়েছিলেন ঐশ্বরিয়া তা জানতে চাওয়া হয়।
এদিন বিগত ১৫ বছরের বিদেশি পেমেন্টের সমস্ত রেকর্ড ইডির হাতে তুলে দেন বলিউড সুন্দরী। তবে, আবারও তাকে তলব করা হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ইডি।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও জি নিউজ।