পাঁচ দফা দাবিতে গাজীপুরে শিক্ষকদের মানববন্ধন
শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সদস্যরা। শুক্রবার সকালে গাজীপুর জেলা শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়
সংগঠনের গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি আসমা আক্তার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন ও কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা তাদের পাঁচ দফা বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। বক্তারা বলেন, ঈদের আগেই শতভাগ উৎসবভাতা এবং বাড়িভাড়া প্রদান করতে হবে। সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ন্যায় বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড এবং সহ প্রধানদের সপ্তম গ্রেড প্রদান করতে হবে।
এছাড়া বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রদান ও সহ প্রধানদের এনটিআরসি’র মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করতে হবে। তারা মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণেরও দাবি জানান।