পরিবহন মালিকদের খুশি করতে ভাড়া বাড়িয়েছে সরকার:জাসদ
সরকারের সঙ্গে যোগসাজশ করে পরিবহন মালিকরা পরিবহন ধর্মঘট শুরু করে। পরিবহন মালিকদের খুশি করতে সরকার লোক দেখানো বৈঠক করে অযৌক্তিকভাবে বাস-লঞ্চের বর্ধিত ভাড়া জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছে।’ ‑ বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দলের ঢাকা মহানগরের উদ্যোগে ‘জ্বালানি তেলের বর্ধিত মূল্য ও বাস-লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’র প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন নেতারা।
তারা বলেন, ‘অজুহাত নয় ভর্তুকি অব্যাহত রেখে জ্বালানিতে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বাস-লঞ্চের বর্ধিত ভাড়া কমাতে হবে।’
জাসদ নেতারা বলেন, ‘করোনার পরে জীবনযাত্রা যখন স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক তখন হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বাড়ানো হলো।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট, পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সহ-সভাপতি, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার। সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।
সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ সহ-সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান প্রমুখ।