পছন্দের পুরুষের নাম জানালেন সেই প্রিয়া প্রকাশ
তার চোখের চাহনিতে উত্তাল সোশ্যাল মিডিয়া। হাজারো যুবকের হৃদয়ে ঝড় তুলেছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। এবার প্রিয়ার পছন্দের পুরুষ কে, সেটাও জানা গেল। তিনি আর কেউ নন, ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
একটি সাক্ষাৎকারে মালয়ালম এই অভিনেত্রী বলেছেন, ‘আমার পছন্দের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। বরাবরই আমি ধোনির ফ্যান। ধোনির আক্রমণাত্মক ক্রিকেট ও অধিনায়কত্ব আমার পছন্দ।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন ধোনি। যখন খেলা শুরু করেছিলেন তখন ত্তরুণীরা ধোনির জন্য ছিলেন পাগল। বলিউড অভিনেত্রীরাও তার ব্যতিক্রম ছিলেন না। এখন ক্যারিয়ারের সায়াহ্নে এসে পৌঁছেছেন মাহি। কিন্তু নারী মহলে যে তিনি আজও সমান জনপ্রিয় তার প্রমাণ মিলল আবার।