না ফেরার দেশে অভিনেত্রী মিতা চৌধুরী

0

১৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ,
৩০ জুন ২০২৩ ইং,
বিনোদন ডেক্সঃ
দেশের প্রখ্যাত অভিনেত্রী মিতা চৌধুরী ২৯ জুন বৃহস্পতিবার রাত ৮টার দিকে মারা গেছেন। অভিনেত্রীর মেয়ে নাভিন চৌধুরী ফেসবুকে তার মার মৃত্যুর খবরটি জানিয়েছেন। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও তার ভেরিফায়েড ফেসবুকে মিতা চৌধুরীর মৃত্যুর তথ্য প্রকাশ করেছেন। প্রথিতযশা এ নাট্যশিল্পীর মৃত্যুর খবর দিতে গিয়ে সুবর্ণা মুস্তাফা নিজের প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদীতে’ মিতা চৌধুরীর সঙ্গে কাজ করেছিলেন বলে জানান এবং তার সঙ্গে থাকা দুটি ছবি শেয়ার করেন।

সত্তর-আশির দশকের জনপ্রিয় নাট্যশিল্পী মিতা চৌধুরী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন। তার প্রথম ধারাবাহিকের নাম ‘শান্ত কুটির’। শুধু টিভি নাটকই নয়, মঞ্চে ‘সূচনা’ ও ‘গুড নাইট মা’–এর মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী ‘গুড নাইট মা’–এর পাণ্ডুলিপি তৈরি করেন। বিটিভিতে মিতা চৌধুরীর প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর ‘আরেকটি শহর চাই’।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *