নববর্ষের অনুষ্ঠানে প্রবেশে ডিএমপির নির্দেশনা
দিনবদল ডেক্স: এবার নববর্ষ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বন্ধ রাখা হয়েছে রাজধানীর বেশ কয়েকটি সড়ক। দিনটি উদযাপনের জন্য রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হচ্ছে নানা রকমের অনুষ্ঠান।
এসব অনুষ্ঠান নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে যাতে নগরবাসী উপভোগ করতে পারে সে লক্ষ্যে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে নির্দিষ্ট কয়েকটি গেট দিয়ে ঢুকতে পারবেন দর্শনার্থীরা। বাহির হওয়ার জন্যেও রয়েছে আলাদা গেট।
রমনা পার্ক :
প্রবেশ পথ : অরুণোদয় গেট (বেইলি রোডের শেষ প্রান্ত, সুগন্ধা’র বিপরীতে), রমনা রেস্তোরাঁ গেট ও অস্তাচল গেট (শিশুপার্কের বিপরীতে)।
বাহির হওয়ার পথ : উত্তরায়ণ গেট (পুলিশ ভবন ক্রসিং, মিন্টু রোডের শেষ প্রান্ত) ও বৈশাখী গেট (ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের বিপরীতে)।
প্রবেশ এবং বাহির : শ্যামলীমা গেট (কাকরাইল মসজিদের দক্ষিণে), স্টার গেট (মৎস্য ভবন ক্রসিং) ও নতুন গেট (বৈশাখী ও অস্তাচল গেটের মাঝামাঝি)।
সোহরাওয়ার্দী উদ্যান :
প্রবেশ পথ : শিখা চিরন্তন গেট, বাংলা একাডেমির বিপরীতে নতুন গেট ও চারুকলার বিপরীতে ছবির হাট গেট।
বাহির হওয়ার পথ : আইইবি গেট, কালী মন্দির গেট ও তিন নেতার মাজার গেট।
বন্ধ থাকবে : টিএসসি গেট (রাজু ভাস্কর্য এর বিপরীতে)।
নিজেদের নিরাপত্তার স্বার্থে নগরবাসীকে এই নির্দেশনা মানার অনুরোধ করেছে ডিএমপি।