দেশে করোনাভাইরাসে আরও ২০ জনের মৃত্য হয়েছে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৯৯১ রোগী শনাক্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত ৫ লাখ ১৭ হাজার ৯২০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৬৭০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আজও নতুন রোগী হাজারের কম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গতকাল সোম ৯১০, রবি ৮৩৫, শনি ৬৮৪ ও শুক্রবার ৯৯০ জন করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হন। টানা পাঁচ দিন ধরে দৈনিক নতুন রোগী হাজারের নিচে।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৬ দশমিক শূন্য ৮৫ শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।