দুর্নীতি নির্মূল করার চেষ্টা করবেন সমবায় প্রতিমন্ত্রী

0

রোববার,
১৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
০৩ মার্চ ২০২৪ ইং

ডেস্ক রিপোর্ট:

ছোটবড় যেকোনো দুর্নীতি নির্মূল করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ।

৩ মার্চ রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চ্যালেঞ্জ মোকাবিলায় বড় বাধা দুর্নীতি, সেটি রোধে পরিকল্পনা কী- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সাম্রাজ্যবাদীদের থাবায় পড়লে মুক্তবাজার অর্থনীতি দুর্নীতিকে উৎসাহিত করে। বঙ্গবন্ধু চেয়েছিলেন সমতার বাংলাদেশ গড়তে, আমরা পারিনি। বঙ্গবন্ধুকে যারা হত্যা করে দেশ দখল করেছিল তারা শিক্ষা ছাড়া একটি মুক্তবাজার অর্থনীতি গড়ে তুলেছিল। তখন আমরা শিক্ষিত ছিলাম না। এখন শিক্ষিত হয়েছি। এখন মুক্তবাজারকে জয় করতে পারবো। নিশ্চিয়ই দুর্নীতিকে চিহ্নিত করতে হবে, সেটি ছোটবড় যে দুর্নীতিই হোক। যেকোনো দুর্নীতিকে নির্মূল করার চেষ্টা করবো।

তিনি বলেন, এই বিভাগের চ্যালেঞ্জ গোটা বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ। এই বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বিরাট স্বপ্ন এবং চ্যালেঞ্জ ছিল। স্বাধীনতাপরবর্তী বাংলাদেশকে কীভাবে দ্রুত সময়ের মধ্যে অভাব অভিযোগ মিটিয়ে এই মোটামুটি দাঁড় করানো যায় সেটির চেষ্টা করেছিলেন এবং সফলও হয়েছিলেন।

আব্দুল ওয়াদুদ বলেন, সমবায় সমিতি ভিত্তিক একটি বাংলাদেশ যেটি জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন, সেটি বাস্তবায়ন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ মুক্তবাজার অর্থনীতির এ সময়ে বিদেশি শক্তি বলেন আর অর্থনৈতিক সাম্রাজ্যবাদী শক্তি বলেন, তারা থাবা দিয়ে ধরে গরিবদের গ্রাস করার জন্য। আমার গ্রামের মানুষ অধিকাংশই গরিব, যাদের স্বচ্ছলতা কেবল আসতে শুরু করেছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *