দলগুলোকে আইনের মধ্যে থেকে রাজনীতি করতে হবে

0

রোববার,
১১ আগস্ট ২০২৪
২৭ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট:

আইনের মধ্যে থেকে দলগুলোকে রাজনীতি করতে হবে এবং এজন্য একটি আইন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে ১১ আগস্ট রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। এটি আপনাদের পছন্দ হলেও না হলেও। আমি যতদিন পর্যন্ত আছি, এটি করে ছাড়বো।

তিনি বলেন, আপনারা জানেন আমি ইলেকশন কমিশনে ছিলাম, সেখানে অনেক কিছু করে ছেড়েছি। পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যদি থাকেন, তাহলে পলিটিক্স করতে পারবেন, নইলে করতে পারবেন না। আপনারা ডিক্টেটোরিয়াল জায়গায় চলে যাবেন সেটি হবে না।

রাজনৈতিক দলগুলোর জন্য আইন করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি এরই মধ্যে কয়েকজনকে অনুরোধ করেছি। একটি অ্যাক্ট তৈরি করে তার খসড়া দিতে বলেছি। সেই খসড়া নিয়ে আমরা আলাপ করবো।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *