ত্রাণের স্বল্পতায় দুর্ভোগে দরিদ্র মানুষ, রুহুল কবির রিজভি

0

ফাইল ফটো

দিনবদল ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি যে নিম্ন আয়ের মানুষ এবং দিনমজুররা খাবার পাচ্ছেন না। তাদের বাড়িতে কোনো খাবার নেই। প্রান্তিক মানুষ ক্ষুধার্ত হয়ে কান্নাকাটি করছেন। সরকারের ব্যর্থতার কারণে বাংলাদেশ এক ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে,।’ কাফরুল থানা বিএনপির আয়োজনে ইব্রাহিমপুর এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, তাদের দলের নেতা-কর্মীরা যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে। ‘করোনাভাইরাস পরিস্থিতি বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। কারণ সরকার এটি মোকাবিলা করার জন্য আগে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।
মঙ্গলবার ইউএনবি’র খবরে বলা হয়, বিএনপির অভিযোগ করোনাভাইরাস মহামারিতে দেশের দরিদ্র,প্রান্তিক আয়ের মানুষ ত্রাণসামগ্রী ও খাবারের অভাবে অনেক দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন
বিএনপি নেতা রিজভি আরও বলেন, ক্ষমতাসীন দলের নেতারা ত্রাণসামগ্রী আত্মসাৎ করলেও বিএনপি নেতা-কর্মীরা তাদের পকেটের টাকায় ত্রাণ বিতরণ করছেন। ‘এরপরও আমাদের প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে এবং আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *