তৃণমূল নেতাদের উদ্দ্যেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও হবিগঞ্জ-৪ আসনের বর্তমান হালচাল

awamleg

সরকারের উন্নয়নচিত্রে তুলে ধরার জন্য তৃণমূল নেতাদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব নির্দেশনার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিটি মুহূর্ত জনসেবায় নিয়োজিত থাকা, জনগণের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানো, দলকে সুসংগঠিত করতে পরিকল্পিতভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চালু করা। যার যার অবস্থান থেকে সুচারুভাবে এই দায়িত্ব পালন করতে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের জ্বালাও-পোলাও কর্মকাণ্ডের চিত্রও জনগণের সামনে তুলে ধরারও নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। আগামী জাতীয় নির্বাচনকে উপলক্ষে গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় তৃনমূল নেতাদের উদ্দেশে তিনি এই নির্দেশনা দেন। সভায় উপস্থিত একাধিক কেন্দ্রীয় ও তৃণমূল নেতা এই তথ্য জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এমপিদের মিলেমিশে কাজ করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। তৃণমূলকে প্রাধান্য দিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন তৃণমূল নেতাকর্মীরাই। ’

সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্য, সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর ও উপ-দফতর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত ছিলেন। দলীয় সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও বর্ধিত সভায় ৮টি বিভাগের ৮ জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। সভায় গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের মোড়ক উম্মোচন করেন শেখ হাসিনা। এরপর দলীয় নেতাদের হাতে তুলে দিয়ে ল্যাপটপ, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তুলে দেন। এসময় তিনি গঠনতন্ত্র ও ঘোষণাপত্র অনুসরণ করে কাজ করতে নির্দেশ দেন সভাপতি।

শেখ হাসিনা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সবাইকে জনগণের কল্যাণে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘণ্টা, প্রতিটি দিন ব্যয় করতে হবে। মনে রাখতে হবে, সমাজের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করার আগে আমাদের কোনও বিশ্রাম নেই। আমাদের উন্নয়ন মানুষকে বার বার মনে করিয়ে দিতে হবে। মানুষ জানলেও তা তুলে ধরতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ কী দিয়েছে, বিএনপি কী দিয়েছে, তার একটি চিত্র তুলে ধরতে হবে।’ তিনি বলেন, ‘আজ আপনাদের হাতে যেসব অডিও-ভিডিও হাতে দেওয়া হয়েছে, সেগুলো গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে প্রচার করতে হবে। একদিকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতে হবে, অন্যদিকে বিএনপি কী করেছে, তাদের অপকর্ম জনসমক্ষে ব্যাপকভাবে তুলে ধরতে হবে।’

নৌকা গ্রাম-গঞ্জ ও উন্নয়নের মার্কা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের গতিধারা যেন অব্যাহত থাকে, তা সবাইকে বলতে হবে, বোঝাতে হবে। বিএনপি ক্ষমতায় এলে জঙ্গি-সন্ত্রাসবাদ, লুটপাট, দুর্নীতি মানুষ খুন হবে, এটা বোঝাতে হবে মানুষকে। বিএনপির মধ্যে মমত্ববোধ নেই, তাই তাদের রাজনীতি লুটে খাওয়ার রাজনীতি, একথা জনগণকে বোঝাতে হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ হচ্ছে একটাই, তা হলো মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি, সেটা হয়েছে কিনা তা খেয়াল রাখতে হবে। কী পেলাম সেটা বড় নয়, জনগণকে কী দিতে পারলাম, সেটাই খেয়াল করতে হবে। আমাদের উন্নয়নের নীতিমালা তেলে মাথায় তেল নয়, সমাজের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে।’

তৃণমূল নেতাদের পদভারে গণভবন ধন্য মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিভিন্ন সময়ে তৃণমূল নেতাকর্মীরা প্রতিকূল অবস্থা মোকাবিলা করে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন। তারাই সব সময় দলকে মজবুতভাবে ধরে রেখেছেন। সবসময় ঠিক সিদ্ধান্ত তারাই গ্রহণ করেছেন।’ এসময় প্রত্যেক সংসদ সদস্যকে নিজ-নিজ এলাকার স্থানীয় নেতাদের সঙ্গে মিলেমিশে কাজ করারও নির্দেশ দেন তিনি।

প্রকাশ থাকে যে, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এম,পি সাহেব এই আদেশ কতখানি বাস্তবায়ন করেছেন?

আর বিশেষ করে, তৃনমূল আওয়ামীলীগ তথা দুই উপজেলায় আওয়ামীলীগের সাথে গত চার বৎসরের মধ্যে একটি বারের জন্যও সভা বা মতবিনিময় সভা করার প্রয়োজনবোধ করেননি সংসদ সদস্য সাহেব। তৃনমূলের নেতারা মনে করেন, মাননীয় সাংসদের নিকট আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর প্রয়োজন নাই। কারন,বর্তমান এম,পি হিসাবে আগামীতে উনিই পাচ্ছেন আওয়ামীলীগের টিকেট, আর কেউ নয়। আওয়ামীলীগ করতে হলে তার কাছেই যেতে হবে নেতাকর্মীকে।

মাননীয় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন, মাধবপুর-চুনারুঘাট আওয়ামীলীগকে আপনি বাঁচান,রক্ষা করুন। জয়বাংলা ।

লেখক: বাবুল হোসেন খান
সভাপতি, শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ
মাধবপুর,হবিগঞ্জ,সিলেট বিভাগ ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *