তবুও পথ চলা —————
প্রযুক্তির আশির্বাদে পৃথিবী অনেকখানি এগিয়ে গেলেও নারীদের একা চলার পথ এখনো সুগম হয়নি! দুর্ভেদ্য পথে কঠিন কসরতায় নারীদের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে হয় সফলতার সারিতে। বিশ্ব জুরে মুষ্টিমেয় সফল নারীদের সফলতা অর্জনের ইতিকথায় যে সব প্রতিকূলতা রয়েছে তার অনেক খানিই রয়েছে আক্ষরিক অর্থে অপ্রকাশিত।
লক্ষ উদ্দেশ্যে সফলতা অর্জনের দৃঢ় সংকল্প না থাকলে যুদ্ধে নামা নিছক বোকামী! অস্ত্র যাই থাকুক না কেন, হতে পারে তা অনেক শক্তি শালী আধুনীক আগ্নেয়াস্ত্র, কিংবা বিলিন হয়ে যাওয়া প্রাচীন তীর ধনুক!
আসল বিজয়ের সম্ভাবনা থাকে সংকল্পে। হাজারটা বাধা বিপত্তি আসতেই পারে! আসতে পারে বড় বড় প্রলয়ঙ্করী ঝড়! তবু হৃদয়ে ধারন করা সংকল্প শক্তি যোগায় দুই পায়ে হেঁটে পৃথিবী প্রদক্ষিন করার!
তবু বাহুঁতে অসামান্য শক্তি আনে অপরাজেয় সঙ্কল্প।! তবে কিছু প্রেরণা থাকে যা কখনো লিখিত আবার কখনো অলিখিত ভাবেই সাফল্যের অংশীদ্বার!
অনেক প্রতিকূলতা, অনেক নিরুৎসাহিত, অনেক অবিশ্বাসের মাঝেও কিছু বিশ্বাস নিঃস্বার্থ ভাবেই নেপথ্যে শক্তি যোগায়!
যাদের প্রতি যুদ্ধজয়ী প্রাণগুলির কৃতজ্ঞতা প্রকাশের ভাষা থাকেনা! তাদের পুরষ্কৃত করতে কোনো পদার্থ গত উপায় থাকেনা। কেবল জীবন ভর তাদের কে সন্মান ভরে স্বরন করা ও আশির্বাদ এর চেয়ে উৎকৃষ্ট উপহার আর কিছুই দেওয়ার থাকেনা।
নিলিমা সরকারের ফেইসবুক থেকে নেওয়া।