ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আবেদীন

ispr_39735_1487300297

দিনবদল ডেক্স: জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মেজর জেনারেল মো. সাইফুল আবেদীনকে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি এর আগে বাংলাদেশ ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট ছিলেন। বৃহস্পতিবার তাকে এ নিয়োগ দেয়া হয়।

একই সঙ্গে ডিজিএফআইয়ের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেনকে ৯ম ডিভিশনের জিওসি করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর সূত্র আরও জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক মহাপরিচালক ও ৫৫ ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নাজিম উদ্দিনকে সিজিএস পদে নিয়োগ দেয়া হয়েছে।

এমএসের মেজর জেনারেল একেএম আবদুল্লাহিল বাকীকে বাংলাদেশ ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট করা হয়েছে।

১০ ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসানকে লগ এরিয়া কমান্ড্যান্ট করা হয়েছে। ডিওয়াই ফোর্স কমান্ড, ইউএনএএমআইডি মেজর জেনারেল নাজিম উদ্দিন মাকসুদকে জিওসি ১০ ডিভিশন, ৯ ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে এমএস, ডিএমওর বিগ্রেডিয়ার জেনারেল নাইম আশফাক চৌধুরীকে ৫৫ ডিভিশনের জিওসি পদে নিয়োগ দেয়া হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *