টেস্ট সিরিজের আগে আর দেশে পা রাখছেন না সাকিব

0

সোমবার,
১২ আগস্ট ২০২৪
২৭ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ডেস্ক নিউজ:

প্রাথমিক সূচিতে ১৬ আগস্ট বাংলাদেশ টেস্ট দলের পাকিস্তান যাবার কথা ছিল। কিন্তু তা কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ টেস্ট দল পাকিস্তান যাবে আগামীকাল ১২ আগস্ট।

সোমবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় পাকিস্তানের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ত্যাগ করবে টিম বাংলাদেশ। এমিরাটসের ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে পাকিস্তান গেয়ে পৌঁছাবে টাইগাররা।

এদিকে নানা অনিশ্চয়তার কথা শোনা গেলেও টেস্ট দলে আছেন সাকিব আল হাসান। বিসিবি আজ রোববার সন্ধ্যায় দল ঘোষণা করেছে। ১৫ জনের টেস্ট দলে আর সবার সাথে আছে সাকিবের নামও।

খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, সাকিব কানাডা থেকে সরাসরি পাকিস্তান চলে যাবেন। তার মানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আর দেশে পা রাখছেন না সাবেক অধিনায়ক।

এদিকে ১২ আগস্ট সোমবার পর্যন্ত সাকিবের এনওসি আছে। তার মানে ১২ আগস্ট এর আগে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ছিল না। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে সাকিব আপাতত দেশে ফিরবেন কিনা, তা নিয়েও ছিল সংশয়। কারণ শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আওয়ামী লীগের বড় অংশই লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাংসদ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়িঘর ভাঙচুর হয়েছে। সে আলোকেই ধারণা ছিল, আওয়ামী লীগের অপর সংসদ সদস্য সাকিব আপাতত দেশে ফিরবেন না। সে ধারণাই সঠিক।

শোনা যায়, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও দেশের বাইরে চলে গেছেন। বিসিবি পরিচালক এবং সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আ জ ম নাসির, নাদেল চৌধুরী আর নাইমুর রহমান দুর্জয়েরও কোনো খোঁজ নেই।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *