জেনে নিন আজকের করোনা আপডেট

0

গত ২৪ ঘণ্টায় দেশে সংখ্যা কমেছে করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের। তবে আগের দিনের চেয়ে বেড়েছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ। আগের দিন এটি ছিল ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ।

সব মিলিয়ে দেশে ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হলো। করোনায় গত ২৪ ঘণ্টায় ৩২ জন মারা গেছেন। সব মিলিয়ে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ২০৬ জন।

দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী। গত ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ২৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ২৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

বিজ্ঞপ্তির তথ্যানুসারে, দেশে ৯২টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৬৮৯টি নমুনা। এর আগের দিন ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৮১৫টি নমুনা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *