চিকিৎসার জন্য বছরে ৩ লাখ টাকা পাবেন মুক্তিযোদ্ধারা

0

সোমবার
২২ জ্যৈষ্ঠ ১৪২০ বঙ্গাব্দ,
০৫ জুন ২০১৩ ইং,
অন লাইন ডেক্স:

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার জন্য এখন থেকে সরকারের পক্ষ থেকে বছরে ৩ লাখ টাকা দেওয়া হবে। এর বাইরে চিকিৎসা ব্যয় বেশি হলে সেটা চিকিৎসা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া হবে। ০৫ জুন সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ।

বর্তমানে প্রায় ২ লাখ বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা ব্যয় হিসেবে বছরে ২ লাখ টাকা পান। সেটা আরও এক লাখ বাড়ানো হলো।
ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের বিশেষায়িত ২৪টি হাসপাতাল ছাড়াও জেলা, উপজেলা পর্যায়ের সব হাসপাতালেই মুক্তিযোদ্ধারা চিকিৎসা নিতে পারবেন মর্মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে চুক্তিটি তিন বছরের জন্য ছিল। এখন চুক্তির মেয়াদ এবং তাদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালের সংখ্যাও বাড়ানো হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *