ঘুম কাড়বেন আনুশকা!
অনলাইন ডেস্ক :প্রযোজক হিসাবে ‘ফিল্লাওরি’ তার দ্বিতীয় ছবি। কিন্তু ভূত হিসাবে এই প্রথম। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ। অভিনেত্রী আনুশকা শর্মার দ্বিতীয় প্রযোজনা ‘ফিল্লৌরি’-তে ভূতের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ভূত ঠিক নয়! অতৃপ্ত আত্মা। কপালের বশে যার বিয়ে হয়ে যাবে জলজ্যান্ত এক মানুষের সঙ্গে।
সংবাদ প্রতিদিন বলছে, তারপর ভূত আর মানুষের এই আজব দাম্পত্যের প্রেক্ষাপটেই এগোতে থাকে গল্প। একদিকে ভূত স্ত্রী’র ভয়ে কাঁটা স্বামী এবং তার মানবী বাগদত্তা। মাঙ্গলিক হওয়ার দোষ কাটাতে গিয়ে হয়েছিল গাছের সঙ্গে বিয়ে। কিন্তু গাছের মধ্যে আস্তানা করে থাকা অশরীরী যে নিজের বিয়ে হয়েছে ভেবে নেবেন এমনটা তো কেউ ভাবেনি! অগত্যা অশরীরী স্ত্রী তার স্বামীর দ্বিতীয় বিয়েতে চরম বাগড়া দিতে থাকেন।
প্রশ্ন জাগে আত্মার মুক্তি হয়নি কেন? কোন না পাওয়া থেকে এখনও ইহলোকের মায়া ত্যাগ করতে পারেননি তিনি? এই প্রশ্নের মধ্যে দিয়ে গল্প অতীতের খাতে বয়ে যায়। উঠতি গায়কের সঙ্গে যুবতীর প্রেম এবং সেই প্রেমের মাঝেই বাধা – এই ভাবেই অতীত এবং বর্তমানকে এক সুতোয় বেঁধেছে অনুস্কার নতুন ছবি ‘ফিল্লৌরি’।
সম্প্রতি মুক্তি পেল ছবিটির ট্রেলার। ছবিটিতে আনুশকা শর্মা ছাড়াও অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ এবং সুরজ শর্মা।