খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছেন তার ছেলের বউ ডা. জোবাইদা রহমান
বিএনপি প্রতিনিধি:
খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছেন তার ছেলের বউ ডা. জোবাইদা রহমান। বিষয়টি জানিয়েছেন ডা. আল মামুন।
তিনি বলেন, ডা. জোবাইদা রহমান দেশে ও বিদেশে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সেই অনুযায়ী নির্দেশনা দিচ্ছেন। আসলে মেডিকেল টিম ওয়ার্কের মাধ্যমে ম্যাডামের চিকিৎসা চলছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল, ভালো ইম্প্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন।’
শায়রুল কবির খান বলেন, ‘রমজান মাস, বুঝতেই পারেন। এখন কোরআন তেলোয়াত, তসবীহ-তাহরিমা, দোয়া-দরুদ, নামাজ পড়ে সময় কাটছে উনার (খালেদা)। টেলিফোনে আমরা কথা-বার্তা বলছি নিয়মিত।’
খালেদা জিয়ার বোনের বরাত দিয়ে শায়রুল কবির জানান, রমজানের প্রথমদিন তার ছোট ভাইয়ের বাসা থেকে ‘ফিরোজায়’ ইফতারসামগ্রী পাঠানো হয়। করোনা আক্রান্ত হওয়ায় কেউ বাসায় না গেলেও সকলেই তার খোঁজ-খবর রাখছেন।
গত রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়া করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে প্রথমে দলের পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া করোনা আক্রান্ত বলে জানান। একইসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।’
বিএনপি চেয়ারপারসন ছাড়াও গুলশানে ‘ফিরোজায়’ তার গৃহকর্মীসহ আরও ৮ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন বাড়ি চলে গেছেন এবং বাকিরা ফিরোজায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।