খালেদার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা রহস্যজনক আচরণ করছে
বিশেষ প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার মামলা ও চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা এক ধরনের রহস্যজনক আচরণ করছেন।’
তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) মুক্তি ও চিকিৎসার সুযোগ চেয়ে রাজনীতি করতেই তারা (বিএনপি নেতারা) বেশি আগ্রহী। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির মামলা সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার প্রতি অনেক মানবিক আচরণ করেছেন।’
আজ বৃহস্পতিবার (২২ জুলাই) বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার বয়সের কথা বিবেচনায় ঘরে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। বিএনপি নেতাদের শেখ হাসিনার মহানুভবতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু তা না করে নিজেদের পদ রক্ষায় খালেদা জিয়াকে দাবার গুটি বানিয়ে সরকারের ওপর দায় চাপাচ্ছেন বিএনপি নেতারা।’
ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নেই বলেই পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বিএনপি।’
সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ কষ্টে আছে—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, ‘আসলে দেশের জনগণ নয়, বিএনপিই তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণের ওপর দোষ চাপাচ্ছে। সময়ের পরীক্ষিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে। দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপির গায়ে জ্বালা বাড়ে।’