ক্যান্সার প্রতিরোধে করণীয়
ক্যান্সার একটি ভয়ানক মরণ ব্যাধি। বর্তমান সময়ের প্রেক্ষিতে প্রত্যেক মানুষের মধ্যে ক্যান্সার আতংক ছড়িয়ে পড়েছে। সুতারাং আমাদের প্রত্যেককে যার যার অবস্থানে থেকে ক্যান্সার সচেতনতা বৃদ্ধি করা ও প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা অতীব জরুরি।
একটি মাত্র কোষ থেকে বিভিষিকাময় ক্যান্সারের উৎপত্তি হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে।
ক্যান্সারের পূর্ব সূত্র:
১) ধুমপান শতকরা ২২ ভাগ ক্ষেত্রেই দায়।
২) ভাইরাল ইনফেকশান হেপাটাইটিস বি,সি এবং এইচপিভি ক্যান্সার সৃষ্টি করে।
৩) সেক্সচুয়্যায় ট্রান্সমিটেড ডিজিস ক্যান্সার সৃষ্টির গুরুত্বপুর্ণ মাধ্যম।
৪) আলট্রাভায়ালেট রে আয়োনাইজিং রেডিয়েশান কেমিক্যাল উপাদান আর্সেনিক এসবেস্টাস ফুড পয়জনিং দায়।
৫) মানুষিক অসঙ্গতি মনদুষণ ক্যান্সার সৃষ্টির পূর্ব শর্ত।
ক্যান্সার আক্রান্ত হওয়ার পূর্ব লক্ষণ সমুহ:
কফের সঙ্গে রক্তক্ষরণ, নাক দিয়ে রক্তক্ষরণ।
খাদ্য গিলতে সমস্যা।
রক্ত বমি, রক্স পায়খানা, রক্ত প্রসাব।
অস্বাভাবিক গ্লান্ডা ফোলা।
শরীরের আঁচিল, শক্ত পিন্ড, তিল থাকা।
পর্যায়ক্রমে ওজন কমতে থাকা।
হঠাৎ শরীরের রং পরিবর্তন হওয়া।
দীঘ স্থায়ী কোন ক্ষত সৃষ্টি হওয়া।
পর্যায়ক্রমে হজম শক্তির গোলমাল।
স্বরভংগ দেখা দেওয়া।
দুর্বল ও দ্রুত গতির নাড়ী।
জিহ্বায় রং পরিবতন।
চোখের রং পরিবর্তন হওয়া।
বারবার যৌনবাহিত রোগ ফিরে আসা।
মহিলাদের স্তন শক্ত পিন্ড হওয়া ।
রজনিভৃতির পর রক্তপাত।
মানুষিক পরিবর্তন যথা ভয়ভীতি, অস্তিরতা, মন চাঞ্চল্য, মানুষিক আঘাত ক্যান্সার সৃষ্টির অন্তরায়।
আসুন নিজেকে জানি, ক্যান্সার সম্পর্কে জানি ও ক্যান্সার প্রতিরোধ করি।
লেখক: অধ্যাপক ডা: এম, এ ফজল
বি,এইচ,এম,এস, ঢাকা বিশ্ববিদ্যালয়
বি,এইচ,এস আপার সানোলজীষ্ট C.M.U কনসালটেন্ট অব ক্রনিক ডিজিজ
লং লাইফ হোমিও হল
ফার্মগেট, ঢাকা, মুঠোফোন: ০১৯২৫৫০৮৫০৫।