কুমিল্লায় ট্রেনেরবগি লাইনচ্যুত,৭ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক।

0

২৯ আগস্ট ২০২১ইং রোববার,
১৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ।
স্থানিয় প্রতিনিধি:

কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার দিনগত(২৯ আগস্ট ০২:০০ এ এম) রাত ২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২৯ আগস্ট রোববার, সকাল ৯টার দিকে লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় কুমিল্লা স্টেশনে সিলেটে থেকে ছেড়ে চট্টগ্রামগামী উদায়ন এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিতা এক্সপ্রেস আটকা পড়ে। সাত ঘণ্টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হলে এগুলো ছেড়ে যায়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *