কাল ঢাকায় গণসমাবেশ করবে বিএনপি

0

সোমবার,
১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
১৬ সেপ্টেম্বর ২০২৪ ইং

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি। ওই সমাবেশ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পুনর্গঠনে ‘নতুন বার্তা’ দেবেন বলে জানা গেছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের জন্যও নির্দেশনা থাকবে।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন তারেক রহমান।

সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ পুনর্গঠনের বার্তা দেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এছাড়া দলের নেতাকর্মীদের জন্যও নির্দেশনা থাকবে সমাবেশ থেকে।

দলের ঢাকা মহানগর ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এ গণসমাবেশে যোগ দেবেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করে বিএনপি।

সোমবার নয়াপল্টনে সরেজমিনে দেখা গেছে, সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *