করোনা ভাইরাসের থেকেও বড় চ্যালেঞ্জ পঙ্গপাল

0

এ বি সাইদ: করোনা ভাইরাস শেষ হওয়ার আগেই তার থেকেও পৃথিবীবাসীর জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ পঙ্গপালের (স্থানীয় ভাষায় ঘাস ফড়িং) আক্রমন। বর্তমানে এই পঙ্গপাল ভারত, পাকিস্তান এবং চীনে অবস্থান করেছে। যেটা আমাদের দেশে বছরের শেষ কিংবা ২০২১ সালে আঘাত হানতে পারে। ৪০ দিনে ৮০ গুণ বংশবিস্তার করতে পারে এই পোকা আর ১৫ দিনে ১৫ হাজার লোকের খাবার খেয়ে ফেলে। আগামী জুন মাস নাগাদ এদের সংখ্যা ৫০০ গুণ হবে জাতিসংঘের তথ্য মোতাবেক, যেটা সারা পৃথিবীর খাদ্যভান্ডারের ১০% খেয়ে ফেলবে ফলে দেখা দেবে চরম খাদ্য ঘাটতি এবং দুর্ভিক্ষ। এ বছরই সবথেকে বেশি ভয়ংকর অবস্থায় পৌঁছেছে এই পঙ্গপাল যার উদাহরণ স্বরূপ আফ্রিকা মধ্যপ্রাচ্যে দুর্ভিক্ষ চলছে এই পঙ্গপালের কারণে। পবিত্র কুরআন ও বাইবেলে এই পঙ্গপালের আক্রমণ কে গজব স্বরূপ বলা হয়েছে । এদিকে ইহুদি রাষ্ট্র ইসরাইলেও আক্রমণ করেছে এই পঙ্গপাল। খ্রিস্টান ধর্ম গুরুরা বলছেন এটা হচ্ছে তাদের মাসায়া তথা হযরত ঈসা (আ) এর আগমনের পঞ্চম আলামত। এবং মুসলিম কেয়ামত গবেষকরা বলছেন এটা হচ্ছে ইমাম মাহাদী (আ:) আসার পূর্বে যে দুর্ভিক্ষ হবে তার নিদর্শন। সুতরাং বোঝাই যাচ্ছে পৃথিবীর জন্য কত বড় চ্যালেঞ্জ হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *