করোনা এখন ‘ফেইজ আউট’ পর্যায়ে : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
বিশেষ প্রতিনিধি:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডেন্স অনুযায়ী আমরা করোনা ফেইজ আউট পর্যায়ে চলে আসছি। আমাদের এখন ৩ শতাংশ সংক্রমণের হার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডেন্সে বলে ৩ শতাংশের নিচে যখন আসতে থাকে তখন করোনা আস্তে আস্তে দেশ থেকে ফেইজ আউট হয়ে যায়। কাজেই সেই পর্যায়ে চলে আসছি।’
আজ সোমবার (১ ফেব্রুয়ারি) সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে উত্থাপিত বিলের ওপর আনিত সংশোধনী প্রস্তাবে সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘করোনা কিভাবে মোকাবেলা করেছি সেটা আপনারাও জানেন, দেশবাসীও জানে। বিশ্ববাসী প্রশংসা করেছে। ব্লুমবার্গ বাংলাদেশকে ২০তম দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম হয়েছে করোনা নিয়ন্ত্রণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুবার প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিঠি পাঠিয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ৮ হাজার লোক মারা গেছে, আমরা সকলের জন্য দুঃখ প্রকাশ করি। পক্ষান্তরে ভারতে ১ লাখ ৬০ হাজার মারা গেছে। ইউএসএ এতো শক্তিশালী দেশ, সেখানে সাড়ে ৪ লাখ মৃত্যুবরণ করেছে। যুক্তরাজ্যে ১ লাখের বেশি। প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে আমাদের গাইড করছেন। একটি মিটিংও তিনি বাদ দেননি। আমাদের প্রতিদিন নির্দেশনা দিয়েছেন।’