করোনায় আরও ২৪ মৃত্যু, শনাক্ত ৯১০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৯১০ রোগী। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ১৬ হাজার ৯২৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৫১৫ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আজ নতুন রোগী হাজারের কম। অবশ্য গত ২৪ ঘণ্টায় পরীক্ষাও তুলনামূলক কম হয়েছে। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৭ দশমিক শূন্য ৫২ শতাংশ।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।