এবার বেক্সিমকোর মাধ্যমে এল করোনার টিকা

0

বিশেষ প্রতিনিধি:

এবার সরকারি অর্থায়নে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে এল করোনাভাইরাসের ভ্যাকসিন।

আজ ২৫ জানুয়ারি সোমবার বেলা ১১টা ২০মিনিটে ভারতের মুম্বাই থেকে এয়ার চার্টার ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এটি নিশ্চিত করেছেন।

ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, বেলা সাড়ে ১১টায় আসার কথা থাকলেও এর ১০ মিনিট আগে টিকাবাহী বিমানটি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নাজমুল হাসান পাপনসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এ চালানে ৫০ লাখ ডোজ আসার কথা রয়েছে। তবে কতগুলো ডোজ এসেছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *