উত্তেজনার মাঝেই শি জিনপিং ও বাইডেনের ভার্চুয়াল বৈঠক!
আগামী সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে এমনটাই জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন আশা করছে- বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেও
কিছুটা স্থিতিশীলতা তৈরি করবে এই আলোচনা।
অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য মেটাতে চীনও প্রস্তুত। সম্প্রতি এমনটাই জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি চিনপিং। আর এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, তাইওয়ানসহ বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বেড়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এবার সেসব উত্তেজনাকে এক পাশে রেখে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে বৈঠকে বসছেন জো বাইডেন ও শি চিনপিং।
সূত্র: রয়টার্স।