ইসি গঠনে ২০ জনের খসড়া তালিকা প্রস্তুত

Search20170131181707

দিনবদল ডেক্স: নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে ২০ জনের নামের খসড়া তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি। ২৭টি রাজনৈতিক দলের দেয়া মোট ১২৫ জনের নামের তালিকা থেকে এ নামগুলো বাছাই করা হয়। ওই ২০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি।

মঙ্গলবার সন্ধ্যায় সার্চ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল অালম।

এর আগে সার্চ কমিটির আহ্বানে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবিত নাম জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৫টি দল।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নামগুলো ছয় সদস্যের অনুসন্ধান কমিটির কাছে দেয়া হয়। কমিটির সদস্যরা এই নামগুলো যাচাই-বাছাই করতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক করেন।

বৈঠক শেষে মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ২৭টি রাজনৈতিক দল অনুসন্ধান কমিটির কাছে নাম দিয়েছেন। ১২৫ জনের নাম থেকে কমিটি ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। তবে তাদের নাম প্রকাশ করা হবে না।

কোন দিক বিবেচনা করে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের তালিকা করা হয়েছে। রাজনৈতিক দলের নামগুলোর মধ্যে সামঞ্জস্য রয়েছে। রাজনৈতিক দলগুলোর নাম পবিত্র আমানত তাই আমরা প্রকাশ করব না। কমিটির সদস্যরা আবারও বসবেন।

উল্লেখ্য, অনুসন্ধান কমিটি মোট ৩১টি রাজনৈতিক দলের কাছে নাম চেয়ে চিঠি পাঠায়। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ ২৫টি দল পাঁচটি করে নাম জমা দিয়েছে। দুটি দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (রব) চিঠি দিয়ে নাম না দেয়ার কারণ উল্লেখ করেছে। আর নাম বা কোনো চিঠি দেয়নি এমন চারটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও গণফোরাম।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *