আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর জার্মান অধিনায়কের

0

মঙ্গলবার,
৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
২০ আগস্ট ২০২৪ ইং

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ফুটবল আরও অনেকদিন খেলতে পারতেন ইলকায় গুন্ডোগান। কিন্তু জার্মানিকে সর্বশেষ ইউরোয় নেতৃত্ব দেয়া মাত্র ৩৩ বছর বয়সি
এই ফুটবলার আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় দিলেন। ৮২ ম্যাচ খেলেই ইতি টেনে দিলেন ক্যারিয়ারের। সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজের অবসরের কথা।

অবসরের ঘোষণা দিতে গিয়ে তিনি নিজের এক্স একাউন্ডে লেখেন, দগত কয়েক সপ্তাহ চিন্তা-ভাবনা করার পর আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখনই সময় আমার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারকে গুড বাই বলার।‘

তিনি আরও লিখেন, দআমি আমার ৮২টি আন্তর্জাতিক ম্যাচের দিকে তাকিয়ে গর্ব অনুভব করি, যে নিজ দেশের হয়ে ম্যাচগুলো খেলেছি। ২০১১ সালে যখন আমার অভিষেক হয়েছিলো, তখন এই সংখ্যাটার কথা চিন্তাও করতে পারিনি। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অধিনায়ক হিসেবে নিজ দেশের দলকে নেতৃত্ব দেয়া। ‘

তুর্কি বংশোদ্ভূত গুন্দোয়ান জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১১ সালে। ৩৩ বছর বয়সী এই বার্সা মিডফিল্ডার জার্মানির জার্সিতে খেলেছেন ৮২ ম্যাচ। গোল করেছেন ১৯টি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *