আজকের করোনা আপডেট

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত করার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩৫ জন।

সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হলো ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জনের। করোনায় সংক্রমিত হয়ে মোট ৪ হাজার ৩৫১ জন এ পর্যন্ত মারা গেছেন।

আজ বুধবার এসব তথ্য জানানো হয় দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন নারী।

বিজ্ঞপ্তিতে তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ১১ হাজার ১৬ জন।

আজকের বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৩টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৭৩৪টি। পরীক্ষা হয় ১৫ হাজার ২০৪টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৪৬ শতাংশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *