আজকের করোনা আপডেট
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৭০৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৪০ জন।
এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেল। এখন পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মোট ৪ হাজার ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।
আজ রোববার এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ। টানা ১২ দিন পর গত দুদিন ধরে পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ শতাংশের ওপরে দেখা গেছে। এর আগে ৭ সেপ্টেম্বর রোগী শনাক্তের হার এর চেয়ে বেশি, ১৪ দশমিক ২৯ শতাংশ ছিল।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। আর গত ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেন সরকার।