আজকের করোনা আপডেট
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১ হাজার ৬১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ২১ জন।
আজ বুধবার এসব তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে।
এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। এ পর্যন্ত দেশে মোট ৪ হাজার ৮২৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ০৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১২ দশমিক ২৭ শতাংশ।
দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। এ পর্যন্ত দেশে করোনাইয় মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৮২৩ জনের। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।
সরকার দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের খবর জানায় গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় অর্থাৎ গত ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়। এখন দেশে চলছে সংক্রমণের সপ্তম মাস। শুরুর দিকে সংক্রমণ ধীর থাকলেও পরিস্থিতি খারাপ হতে শুরু করে মে মাসের মাঝে থেকে। জুনে তা মারাত্মক আকার ধারণ করে। এরপর জুলাইয়ের শুরু থেকে কমতে থাকে নতুন রোগী শনাক্তের সংখ্যা। এ সময় পরীক্ষাও কম হয়। অবশ্য গত আগস্ট মাস থেকে নতুন রোগী শনাক্তের সংখ্যার পাশাপাশি পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হারও কমতে দেখা গেছে। তবে মৃত্যু তেমনভাবে কমছে না।