অবৈধ ও নকল মোবাইলে বন্ধ করা হবে নেটওয়ার্ক

0

আপনার ফোনটির নেটওয়ার্ক বন্ধ হবে কিনা তা যাচাইয়ের পদ্ধতি জানিয়েছে বিটিআরসি।

নকল ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট টেলিযোগাযোগ নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (১ মার্চ) বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়।

এর আগে, মোবাইল হ্যান্ডসেট কেনার আগে আইএমইএ-এর মাধ্যমে সেটির বৈধতা যাচাই করা এবং বিক্রেতার কাছ থেকে ক্রয় রশিদ গ্রহণ করে তা সংরক্ষণের অনুরোধ জানায় বিটিআরসি।
বিজ্ঞপ্তিতে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাইয়ের পদ্ধতিও জানিয়েছে বিটিআরসি। এক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের IMEI নাম্বার লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। মোবাইলের মোড়কে থাকা স্টিকার থেকে অথবা *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে হ্যান্ডসেটের IMEI নম্বর জানা যাবে।

গত ১ আগস্ট ২০১৯ থেকে যেসব নকল বা ক্লোন আইএমইআই সম্বলিত ও অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে সেগুলো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর)মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *