অন্তর্র্বতীকালীন সরকারকে হানিফের অভিনন্দন, সহিংসতা বন্ধে কঠোর হতে আহ্বান

0

রবিবার
১১ আগস্ট ২০২৪ ইং,
২৭ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ,

ডেস্ক রিপোর্ট:

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। অন্তর্র্বতীকালীন সরকারকে এই প্রথম আওয়ামী লীগের কোনও নেতা অভিনন্দন জানালেন। শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনন্দন জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইলো। দেশব্যাপী নারকীয় হত্যাকা-, বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ইতোমধ্যে অন্তর্র্বতীকালীন সরকারকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিনন্দন জানিয়েছেন। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারের সাথে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের অর্র্ন্তবতীকালীন সরকার গঠিত হয়। আজ এই সরকারের সদস্যদের মধ্যে দফতর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *