অতিসত্বর নির্বাচন দরকার: আমীর খসরু

বুধবার,
১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ,
২৫ ডিসেম্বর ২০২৪ ইং,

ডেস্ক রিপোর্টঃ

দেশের চলমান সংকট সমাধানের জন্য অতিসত্বর নির্বাচন হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আমাদের সবার প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। নির্বাচিত সরকার ৩১ দফা বাস্তবায়ন করবে। জনগণের কাছে যেসব বিষয়ে প্রতিজ্ঞবদ্ধ হয়েছি আমরা তা বাস্তবায়ন করবো। সুতরাং অতিসত্বর নির্বাচন দরকার।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমটির সভা শেষে তিনি এসব কথা বলেন। এদিন গণঅধিকার পরিষদ (নুর-রাশেদ), গণফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্য, ভাসানী ন্যাপ, পিপলস পার্টির সঙ্গে বৈঠক করে লিয়াজোঁ কমিটি।

আমীর খসরু বলেন, আমরা বিগত সময়ে একসঙ্গে আন্দোলন করেছি এবং স্বৈরাচারকে পরাজিত করেছি। এরই ধারাবাহিকতায় ৩১ দফার সংস্কার ও বাস্তবায়ন বাকি রয়েছে। এ বিষয়গুলো বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো জনগণের কাছে নিয়ে যাচ্ছে। ৩১ দফা সংস্কার ও তা বাস্তবায়নের জন্য আমরা আলোচনা করেছি।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলোর সম্মুখীন হচ্ছে, তা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে দেশের জন্য তত ভালো।

সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সংস্কার করতে হবে জনগণের নির্বাচিত সংসদে। আমাদের ৩১ দফা আছে, এর বাইরেও অন্য দলগুলো থেকে সংস্কারের বিষয়ে যেসব প্রস্তাব আসবে তা সংসদে উত্থাপন করা হবে, সংসদে আলোচনা হবে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশন যদি সংস্কারের জন্য কোনো প্রস্তাব দেয় বা আগামী দিনের জন্য রেখে যায়, তাদের সংস্কারের প্রস্তাবও সংসদে আলোচনা করা হবে। এসব বিষয়ে জনগণের নির্বাচিত সংসদ সিদ্ধান্ত নেবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *