২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু

ফাইল ফটো

সোমবার,
২৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ,
১৩ সেপ্টেম্বর ২০২১ইং।

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৯৭২ জনে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৫৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জনে।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮০৩টি ল্যাবরেটরিতে ২৬ হাজার ৫৫টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ৩৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯২ লাখ ৭২ হাজার ১২১টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ১১২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৭ শতাংশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *