সৎ ব্যবসায়ী ও নতুন শিল্প প্রতিষ্ঠায় প্রণোদনা, সুযোগ ও ছাড়

0

nbr20170107201759

দিনবদল নিউজ: সৎ ব্যবসায়ীদের ব্যবসা ও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে সবধরনের প্রণোদনা, সুযোগ ও ছাড় দেয়া হচ্ছে। ভবিষ্যতেও এ সুযোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে যারা ব্যবসার সুযোগ নিয়ে রাজস্ব ফাঁকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার গাজীপুর রাজেন্দ্রপুরে ব্র্যাক-সিডিএমএ ‘মিনিস্টার-মাইওয়ান এক্সপোর্ট প্রোমিনেন্ট অ্যান্ড বিজনেস কনফারেন্স’ জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশের সর্বত্র ব্যবসার পরিবেশ নিশ্চিত হচ্ছে, এনবিআর আর ব্যবসায়ীরা হাত ও হাত মোজার মতো একযোগে কাজ করছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে প্রচুর রাজস্ব প্রয়োজন। ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে পারলে রাজস্ব বাড়বে, রাজস্ব বাড়লে দেশের উন্নয়ন হবে। সরকারের ভিশন বাস্তবায়ন হবে।

তিনি বলেন, ব্যবসায়ীদের বিশেষ করে সৎ ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এনবিআর। আর যারা ব্যবসার নামে রাজস্ব সুবিধা নিয়ে এর অপব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে এনবিআর।

ব্যবসায়ীদের রাজস্ব ছাড়ের পাশাপাশি নতুন নতুন কারখানা গড়ে তোলার জন্যও রাজস্ব ছাড় দেয়া হচ্ছে। ভবিষ্যতেও রাজস্ব ছাড় দেয়া হবে বলে তিনি জানান।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *