সারাদেশে ২৮টি আইটি পার্ক হবে : প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

আইসিটি শিল্পের বিকাশে দেশের বিভিন্ন স্থানে ২৮টি আইটি পার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারস্থ বিসিসি অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই আইটি পার্কগুলো আইটি খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশীয় আইসিটি শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পার্কগুলো ২০২১ সালের মধ্যে আইসিটি রফতানি ৫ বিলিয়ন ডলার ও আইটি পেশাজীবীদেরদের সংখ্যা ২০ লাখে উন্নীত করা এবং জিডিপিতে আইসিটি খাতের অবদান ৫ শতাংশ নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এগিয়ে যাওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে এই বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের গৃহীত উদ্যোগ অগ্রগতি ও কর্মপরিকল্পনা তুলে ধরনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতি ইমরান আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, হাইটেক পার্ক অথরিটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *