সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদ এর স্বরণে
মরহুম এনামুল হক মোস্তফা শহীদ ১৯৩৮ সালের ২৮ মার্চ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুটিরগাঁও গ্রামে মরহুম ডা. আব্দুল হক ও মরহুমা খুদেজা খাতুনের ঔরসে জন্মগ্রহণ করেন।
তিনি স্থানীয় কুদ্রতিয়া মাদ্রাসায় বাল্যশিক্ষার পাঠ শেষে ১৯৫২ সনে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন। ১৯৫৬ সালে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে বিএ পাস করেন। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৬ সালে হাইকোর্টে এনরোলমেন্ট লাভ করেন।
তিনি চুনারঘাট-মাধবপুর নির্বাচনী এলাকা থেকে ৬বার এমপি নির্বাচিত হন। স্বাধীনতার পর চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী আসনে তিনিই একমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে গত আওয়ামীলীগ সরকারের আমলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
চুনারুঘাটের কৃতিসন্তান হিসেবে এনামুল হক মোস্তফা শহীদ পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় চুনারুঘাট তথা হবিগঞ্জবাসী তাকে নিয়ে গববোধ করতেন। তার কৃতি ও বিভিন্ন উন্নয়ন এখন শুধু স্মৃতিতে অম্লান।
আমি মরহুম সর্বজনপ্রিয় নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ্ তা’আলা যেন বেহেস্ত নসিব করেন। আমিন।
লেখক: বাবুল হোসেন খান,
সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ,
শাহজাহানপুর ইউনিয়ন শাখা,
মাধবপুর,হবিগঞ্জ,সিলেট ।