শ্রীমঙ্গলে তাপমাত্রার অবনতি, সর্বনিম্ন ৮.৩ ডিগ্রি

0

নিজস্ব প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তাপমাত্রার অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমে গেছে।

২৫ জানুয়ারি সোমবার এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের কেবল এই একটি অঞ্চলের ওপর দিয়েই আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ ২৬ জানুয়ারি মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তার পরের ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। অর্থাৎ, এখন যে শীত, কুয়াশা বা শীতের আবহ বিরাজ করছে, এই আবহেই কেটে যেতে পারে চলতি মাস।

আবহাওয়া অফিস আরও বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *