রাষ্ট্রপতির দেয়া ভাষণে হতাশ নয় বিএনপি: রিজভী
দিনবদল ডেক্স: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে কোনো বক্তব্য না আসায় আমরা হতাশ নই। সংসদ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি এসব নিয়ে কথা না-ই বলতে পারেন। এখানে না হলেও আমরা আশা রাখি যে তিনি নির্দিষ্টভাবে শুধু নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরবেন।
রাষ্ট্রপতির ভাষণের পর সাংবাদিকদের কাছে রাতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিজভি বলেন, আজ না হোক যথা সময়েই এ ব্যাপারে সমাধানমূলক বক্তব্য জাতির সামনে তুলে ধরবেন রাষ্ট্রপতি। আশা প্রকাশ করে রিজভী বলেন, রাজনৈতিক সংকট উত্তোরণে আলোচনা-সংলাপ চলমান প্রক্রিয়া। আমরা আশা করি রাষ্ট্রের অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি তার ভূমিকা পালন করবেন।
প্রসঙ্গত যে,গত ১৮ ডিসেম্বর শুরু করে প্রায় এক মাসে বঙ্গভবনে ৩১টি দলের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আলোচনা করেন। সেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব তুলে ধরে।