ভুয়া ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের মালিকরা যতই ধর্মঘট করুক তাদের অন্যায় দাবি মানব না: স্বাস্থ্যমন্ত্রী

0

nasim20170126230823

দিনবদল ডেক্স: ভুয়া ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের মালিকরা যতই ধর্মঘট করুক না কেন তাদের কোনো অন্যায় দাবি মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে মতিবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘ভুয়া ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। যদি তারা সতর্ক না হয় তবে এগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। যতই ধর্মঘট ডাকুক না কেন, কোনো লাভ হবে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের যেখানেই অবৈধ ক্লিনিক পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ জাতীয় ক্লিনিক রোগীকে সুস্থ করার চেয়ে রোগী মারে বেশি।

তিনি বলেন, ভুয়া ক্লিনিক বন্ধ হলে হয়তো সরকারি হাসপাতালে রোগীর চাপ আরও বাড়বে। এ জন্য সরকারি হাসপাতালগুলোর চিকিৎসকদেরকে বাড়তি চাপ নিতে প্রস্তুত থাকার জন্য তিনি এ সময় আহ্বান জানান।

সরকারি হাসপাতালগুলোকে আরও সেবা-উপযোগী করে গড়ে তুলতে চিকিৎসক ও নার্সদের নিয়মিত উপস্থিতি এবং সেবা প্রদান করার মানসিকতা গড়ে তোলা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালকে পরিচ্ছন্ন রাখার জন্যেও মন্ত্রী নির্দেশ প্রদান করেন।

জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট ও হাসপাতালের মতো মনোরম ভবন ও অত্যাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ বেশকিছু আধুনিক হাসপাতাল সরকার নির্মাণ করলেও সাধারণ মানুষের কাছে এগুলো এখনও ব্যাপক পরিচিতি লাভ করতে সক্ষম হয়নি বলে তিনি এ সময় মন্তব্য করেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সেবার মান বাড়াতে আরও মনোযোগী হওয়ার পাশাপাশি প্রচারণা জোরদার করার জন্য তিনি পরিচালকদের নির্দেশ দেন।

মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও ল্যাবরেটরি ঘুরে দেখে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা ব্যবস্থার খবর নেন। প্রতিবন্ধী শিশুদের চিকিৎসার জন্য চালু হওয়া হাসপাতালের বিশেষ ইউনিট সম্পর্কেও তিনি সম্যখ অবহিত হন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *