বঙ্গবন্ধুর জন্মদিনে কবি আসাদ চৌধুরী

1489562689

দিনবদল ডেক্স: বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে দেশের গান গাইবেন স্বনামখ্যাত কণ্ঠশিল্পী তিমির নন্দী ও এ প্রজন্মের কণ্ঠশিল্পী লিজা।

আগামী ১৭ই মার্চের এই বিশেষ এ পর্বে গানের পাশাপাশি কথা হবে বঙ্গবন্ধুকে নিয়ে, থাকবেন কবি আসাদ চৌধুরী। শোনা যাবে তার কণ্ঠে কবিতা।

টেলিফোনে দর্শকরাও তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন।

এবারের বিশেষ পর্বের অনুষ্ঠান উপস্থাপনায় কবি আসাদ চৌধুরী, প্রযোজনা আবদুল্লাহ আল মামুন ও এস আলী সোহেল।

প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে শুক্রবার রাত ১১ টায়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *