নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করোনা পরিস্থিতি জটিল করবে: কাদের
আওয়ামী লীগ প্রতিনিধি:
নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, কলহ-কোন্দলের বহিঃপ্রকাশ এই মুহূর্তে দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘আপন ঘরে যাদের শত্রু, তাদের শত্রুতার জন্য বাইরের শত্রুর প্রয়োজন হয় না। তাই সবাইকে আজ নিজ ঘরে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আজ শুক্রবার (১৬ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত সুরক্ষসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা অভ্যন্তরীণ কোন্দলে জড়াবে, দল তাদের কোনো প্রশ্রয় দেবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।’
ওবায়দুল কাদের ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি এবং ভয়ংকর করোনার বিরুদ্ধেও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।’