ট্রাফিক আইন অমান্যকারীদের জন্য ডিএমপির জরুরী বার্তা
দিনবদল ডেক্স: ট্রাফিক আইন অমান্যকারীদের উদ্দেশে জরুরি বার্তা পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) আসদুজ্জামান মিয়া। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এই জরুরি বার্তায় নগরবাসীর ট্রাফিক আইন অমান্যের প্রবণতার কথা উল্লেখ করা হয়েছে।
বার্তায় কমিশনার বলেন, ‘ডিএমপির সম্মানিত নগরবাসীকে অবহিত করা যাচ্ছে যে, সম্প্রতি মহানগরীর বিভিন্ন রাস্তায় চলাচলরত কিছু কিছু যানবাহনে বিধিবহির্ভূতভাবে অননুমোদিত হাইড্রোলিক হর্ন, হুটার/বিকন লাইট, গাড়িতে বিভিন্ন ধরনের স্টিকার, কালো গ্লাস এবং অনটেস্ট মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে। এছাড়াও মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে চালক ও আরোহী হেলমেট ব্যবহার করছেন না এবং ক্ষেত্র বিশেষে মোটরসাইকেলে দুই এর অধিক আরোহী চলাচল করছেন। উপর্যুক্ত আইনবর্হিভূত কার্যক্রম বন্ধের ব্যাপারে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।’
বার্তায় নগরবাসীকে ট্রাফিক আইন অনুসরণ করে যানবাহন চালানো এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন ডিএমপি কমিশনার।