জাতীয় চলচ্চিত্র দিবসে চ্যানেল আইর আয়োজন

image-72341-1491147512

দিনবদল ডেক্স: আগামীকাল ৩ এপ্রিল। জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। ওইদিন সকাল সাড়ে ৭টায় চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে চলচ্চিত্রের স্বর্ণালী যুগের গান নিয়ে ‘গানে গানে সকাল শুরু’-এর বিশেষ পর্ব। এতে অংশ নেবেন সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। বেলা ১১টা ৫ মিনিটে দেখানো হবে ‘বিশেষ ২৫ মিনিট : মুখ ও মুখোশ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অরুণ চৌধুরী।

দুপুর সাড়ে ১২টায় রয়েছে চলচ্চিত্র বিষয়ক বই নিয়ে আলোচনার অনুষ্ঠান ‘পাঠক সমাবেশ বই পরিচিতি’। ১২টা ৩৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে বিশেষ ‘তারকাকথন’। এতে অংশ নেবেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নবাগত চিত্রনায়িকা হিমি ও চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অনন্যা রুমা। ১টা ৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন এস আরমান। ২টা ৪০ মিনিটে দেখানো হবে শিশুতোষ চলচ্চিত্র ‘দূরত্ব’। পরিচালনায় মোরশেদুল ইসলাম।

বিকাল সাড়ে ৫টায় প্রচার হবে বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘তারা ঝিলমিল’। অংশগ্রহণে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, তানিয়া রিতু ও অমৃতা খান। উপস্থাপনায় আবদুর রহমান। সন্ধ্যা ৬টায় রয়েছে চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘আমার ছবি’। অতিথি চলচ্চিত্র অভিনেতা আলমগীর। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শফিউজ্জামান খান লোদী।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *