জঙ্গিবাদ দমনে ১৪ দেশের যৌথ ঘোষণা

0

1489493167

দিনবদল ডেক্স: ক্রমবর্ধমান জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছে ১৪ দেশের পুলিশ প্রধান ও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। রাজধানীতে সহিংস উগ্রবাদ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় করণীয় নির্ধারণে আয়োজিত তিনদিনের পুলিশ কনফারেন্স শেষে মঙ্গলবার যৌথ ঘোষণা স্বাক্ষরিত হয়েছে।

কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, যৌথ ঘোষণায় দক্ষিণ এশিয়া অঞ্চল এবং বিশ্বব্যাপী অপরাধের প্রকৃতি চিহ্নিতকরণ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে একটি কৌশল উদ্ভাবনের বিষয় গুরুত্ব পেয়েছে।

এছাড়া কনফারেন্সে সদস্য দেশসমূহের মধ্যে সহযোগিতা জোরদার, পারস্পরিক তথ্য বিনিময় ও অপরাধ দমনে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যৌথ সিম্পোজিয়াম ও প্রশিক্ষণ আয়োজনের বিষয়গুলো আলোচিত হয়। রবিবার শুরু হওয়া পুলিশ প্রধানদের এ কনফারেন্সে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশসমূহসহ ১৪টি দেশের পুলিশ প্রধান এবং ইন্টারপোল, ফেসবুকের প্রতিনিধিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পুলিশ প্রধানরা অংশ নেন। কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ১৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *