জঙ্গিবাদ দমনে ১৪ দেশের যৌথ ঘোষণা
দিনবদল ডেক্স: ক্রমবর্ধমান জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছে ১৪ দেশের পুলিশ প্রধান ও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। রাজধানীতে সহিংস উগ্রবাদ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় করণীয় নির্ধারণে আয়োজিত তিনদিনের পুলিশ কনফারেন্স শেষে মঙ্গলবার যৌথ ঘোষণা স্বাক্ষরিত হয়েছে।
কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, যৌথ ঘোষণায় দক্ষিণ এশিয়া অঞ্চল এবং বিশ্বব্যাপী অপরাধের প্রকৃতি চিহ্নিতকরণ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে একটি কৌশল উদ্ভাবনের বিষয় গুরুত্ব পেয়েছে।
এছাড়া কনফারেন্সে সদস্য দেশসমূহের মধ্যে সহযোগিতা জোরদার, পারস্পরিক তথ্য বিনিময় ও অপরাধ দমনে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যৌথ সিম্পোজিয়াম ও প্রশিক্ষণ আয়োজনের বিষয়গুলো আলোচিত হয়। রবিবার শুরু হওয়া পুলিশ প্রধানদের এ কনফারেন্সে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশসমূহসহ ১৪টি দেশের পুলিশ প্রধান এবং ইন্টারপোল, ফেসবুকের প্রতিনিধিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পুলিশ প্রধানরা অংশ নেন। কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ১৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।