করোনা কোনো বড় মহামারী নয়, এর থেকে আরও বড় মহামারী আসতে পারে: ডাব্লিউএইচও
করোনভাইরাস মহামারীটি অত্যন্ত মারাত্মক আকার নিয়েছে। এটি বিশ্বের উপর একটি বিধ্বংসী প্রভাব ফেলেছে। এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সতর্ক করে বলেছে, চলমান করোনা মহামারীটি কোনো বড় মহামারী নয়, এর থেকে আরও বড় মহামারী আসতে পারে। বিশ্বকে তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। এবং বিশ্বকে অবশ্যই চলমান করোনার সাথে বাঁচতে শিখতে হবে।
সোমবার করোনায় বছরের শেষ মিডিয়া ব্রিফিংয়ে ডাব্লিউএইচও এই সতর্কতার কথা বলেছিল। বার্তা সংস্থা এএফপি এবং দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে। ব্রিফিংয়ে ডাব্লিউএইচও এর বিশেষজ্ঞ অধ্যাপক ডেভিড হেইমন বলেন, টিকা আসার পরে করোনার নিয়তি হলো স্থানীয় রোগে পরিণত হওয়া।
করোনা প্রসঙ্গে ডব্লিউএইচওর জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান বলেন, এটা সতর্কবার্তা।
মাইকেল রায়ান জানান, মহামারীটি অত্যন্ত মারাত্মক। এটি খুব দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এটি এই গ্রহের প্রতিটি কোণে প্রভাব ফেলেছে। তবে এটি অবশ্যই কোনও বড় মহামারী নয়।
মাইকেল রায়ান সতর্ক করে বলেন, করোনার চেয়ে আরও বড় এবং মারাত্মক মহামারী ভবিষ্যতে আসতে পারে। এবং তিনি মনে করেন যে বিশ্বের উচিত এই জন্য গুরুত্ব সহকারে প্রস্তুতি নেওয়া।
ডব্লিউএইচওর জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রুস এলওয়ার্ডও পরবর্তী মহামারি নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেন। তিনি বলেন, বর্তমান মহামারিকে বাগে আনার প্রস্তুতি এখন পর্যন্ত বিশ্ববাসীর নেই। আর পরের মহামারির জন্য প্রস্তুতির কথা তো বাদই রইল।
তবে ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কথায় ছিল আশাবাদ। তিনি বলেন, ভবিষ্যতের হুমকি মোকাবিলায় বিশ্বকে আরও প্রস্তুত হতে করোনা মহামারি সাহায্য করেছে।
তা সত্ত্বেও ডব্লিউএইচওর প্রধান বলেন, ভবিষ্যতের জন্য গুরুত্বের সঙ্গে প্রস্তুতির এখনই সময়।