ঐক্যের ডাক দিয়েছেন ড. ইউনূস
বৃহস্পতিবার,
০৮ আগস্ট ২০২৪,
২৪ শ্রাবণ ১৪৩১
ডেস্ক নিউজ:
দেশে ফিরে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাক দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানুষের আস্থা ফেরাতে কাজ করবে নতুন সরকার। আমার ওপর ভরসা রাখুন।
৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যদি আমাকে বিশ্বাস করেন তাহলে সারাদেশে চলমান হামলা বন্ধ করেন। তা না করলে আমার এখানে প্রয়োজন নেই। এ দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এখন এই স্বাধীনতা রক্ষা করতে হবে।
ড. ইউনূস বলেন, যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তারা এ দেশকে রক্ষা করেছে, পুনজন্ম দিয়েছে, যেন দেশ দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে। এর সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা ফিরিয়ে আনতে হবেআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে
এর আগে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।