উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত নিয়োগ
বুধবার,
২০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
০৪ সেপ্টেম্বর ২০২৪ইং,
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত নিয়োগ পেয়েছেন লুৎফে সিদ্দিকী। ৪ সেপ্টেম্বর বুধবার , তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত থাকাকালীন তিনি উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
গত ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মো. মাহফুজ আলমকে (মাহফুজ আব্দুল্লাহ) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়।